|
আজ সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগশীর্ষরিপো্র্ট ডটকম । ২৪ এপ্রিল ২০১৭ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মেডিক্যাল চেকআপের জন্য আজ সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহমুদুল হাসান বাসস'কে বলেন, ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।' রাষ্ট্রপতি লন্ডনের মুরফিল্ডস আই হসপিটালে এবং বুপা ক্রমওয়েল হসপিটালে মেডিক্যাল চেক-আপ করাবেন। বিমানবন্দরে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, মন্ত্রী পরিষদ সচিব, কূটনৈতিক কোরের ডীন, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান। সহকারি প্রেস সচিব বলেন, ‘রাষ্ট্রপতি আগামি ৪ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।' |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |