|
আজ শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলাশীর্ষরিপো্র্ট ডটকম । ১ জানুয়ারি ২০১৭ আজ শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে মেলার উদ্বোধনী অনুষ্ঠান। কিছুক্ষণ পরই উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া হবে ২০১৩-১৪ সালের জাতীয় রপ্তানি ট্রফি। এবারের মেলায় ১৩ ক্যাটাগরিতে ৫৬৮টি স্টল ও প্যাভিলিয়ন থাকছে। এর মধ্যে ৫৪টি বিদেশি স্টল। বিগত বছরে অংশগ্রহণ করা দেশগুলোর মধ্যে থাকছে ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, জার্মানি, নেপাল, হংকং, জাপান ও আরব আমিরাত। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের মেলায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে রপ্তানি বাণিজ্যকে। মেলার নিরাপত্তায় থাকছেন আনসার, পুলিশ ও র্যাব সদস্যরা। এ ছাড়া মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে একশোরও বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |