|
আজ বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের ৪৫তম মৃত্যুবার্ষিকীশীর্ষরিপো্র্ট ডটকম। ২০ এপ্রিল ২০১৬ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ (বুধবার)। এ উপলক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রউফ নগরে (ছালামতপুর) বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে- আজ সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলন, সাড়ে ৬টায় পবিত্র কোরআনখানি এবং বেলা দেড়টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে। এসব অনুষ্ঠানে এলাকাবাসীকে অংশ নিতে তার দুই বোন জোহরা বেগম ও হাজেরা বেগম অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া, কামারখালীতে অবস্থিত সরকারি বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ কলেজ প্রাঙ্গণে বেলা ১১টায় পবিত্র কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ১৯৬৩ সালের ৮ মে তৎকালীন ইপিআরে সৈনিক পদে যোগ দেন আবদুর রউফ। ১৯৭১ সালের এই দিনে রাঙামাটি জেলার নানিয়ারচর থানার বুড়িঘাট নামক স্থানে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শহীদ হন। ২০০৮ সালের ২৮ মে তার নিজ গ্রাম সালামাতপুরের নাম রউফনগর রাখা হয়। একই বছর রউফনগরে স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয় বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার নির্মাণ করা হয়। এ ছাড়া, তার নামে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |