|
আজ বিশ্ব শিশু অধিকার সপ্তাহ শুরুশীর্ষরিপো্র্ট ডটকম । ২৯ সেপ্টেম্বর ২০১৬ শিশুদের সম্পর্কে জনগণকে সচেতন করে তোলা এবং তাদের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে জাতিসংঘের আহ্বানে প্রতিবছর সেপ্টেম্বের মাসের শেষ দিকে সপ্তাহব্যাপী পালিত হয় ‘বিশ্ব শিশু অধিকার সপ্তাহ।' বাংলাদেশে শিশু অধিকার সপ্তাহ উদযাপন শুরু হচ্ছে আজ (২৯ সেপ্টেম্বর)। আগামী ৩ অক্টোবর পালন করা হবে ‘বিশ্ব শিশু দিবস'।। এবারের বিশ্ব শিশু দিবস ও বিশ্ব শিশু অধিকার সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে-‘থাকবে শিশু সবার মাঝে ভালো, দেশ-সমাজ পরিবারে জ্বলবে আশার আলো।' এ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিবছরের মতো এবারও সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় অফিসসহ ৬৪টি জেলা ও ৬টি উপজেলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৬ উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |