|
আজ কল্যাণপুরের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবেশীর্ষরিপো্র্ট ডটকম। ২৬ জুলাই ২০১৬ রাজধানীর কল্যাণপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর চালানো ‘অপারেশন স্ট্রম ২৬' এ ৯ জঙ্গি নিহত হওয়ার পর নিরাপত্তাজনিত কারণে ওই এলাকার সব ৩০টি স্কুলসহ সব শিক্ষা প্রতিষ্ঠান আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হলি ক্রিসেন্ট মডেল স্কুলের প্রধান শিক্ষক এস আহম্মেদ খান সাইফুল। তিনি জানিয়েছেন, অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে তাকে ফোন করলে তিনি সকালে স্কুলে ছুটে আসেন। এরপর এলাকার অন্য স্কুলের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে নিরাপত্তাজনিত কারণে আজকের জন্য সেখানকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরআগে মঙ্গলবার ভোরে কল্যাণপুরের ৫ নম্বর সড়কে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলিতে সন্দেহভাজন নয় জঙ্গি নিহত হয়েছেন। অভিযান শেষে আইজিপি এ কে এম শহীদুল হক জানিয়েছেন, গুলশানের মতো বড় কোনো ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল নিহত জঙ্গিদের। ঘটনাস্থলে থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক জঙ্গিকে আটকও করা হয়েছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |