|
আঘাত হানছে মেগিশীর্ষরিপো্র্ট ডটকম । ২৪ সেপ্টেম্বর ২০১৬ চীনের ফুজিয়ান ও গুয়াংডং প্রদেশের কাছে বুধবার টাইফুন মেগি আঘাত হানতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) একথা জানিয়েছে। আজ শনিবার ভোর ৫টার দিকে ঝড়টির কেন্দ্র প্রশান্ত মহাসাগরে তাইওয়ানের তাইটুং থেকে প্রায় ১৭৮০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩ মিটার। এনএমসি জানিয়েছে, ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে অগ্রসর হয়ে মেগি সেপ্টেম্বরের ২৮ তারিখে চীনের মূল ভূখণ্ডে আঘাত হানবে। স্থানীয় কর্তৃপক্ষকে সম্ভাব্য এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পদক্ষেপ নিতে বলা হয়েছে। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |