|
আগামী ৪ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশশীর্ষরিপো্র্ট ডটকম । ২৬ এপ্রিল ২০১৭ আগামী ৪ মে বৃহস্পতিবার সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: মাহাবুবুর রহমান আজ মঙ্গলবার রাতে বাসস'কে এ তথ্য জানান। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ৪ মে সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বোর্ডের চেয়ারম্যানরা ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে দেবেন বলে আশা করা হচ্ছে। এরপর বেলা সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনের পর পরই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও মোবাইলে এসএমএস-এর মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। সূত্র মতে, ফেব্রুয়ারির প্রথম দিকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |