আগামী ৪৮ ঘণ্টার আগেই এমবিবিএসের ফল প্রকাশ


শীর্ষরিপো্র্ট ডটকম ।  ৮  অক্টোবর  ২০১৬

আগামী ৪৮ ঘণ্টার আগেই সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের আশা করছেন স্বাস্থ্য অধিদফতরের শীর্ষ কর্মকর্তারা।

শুক্রবার রাজধানীসহ সারাদেশের ১৮টি মেডিকেল কলেজের ৩৭টি কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার খাতা শনিবার ভোর ৫টা পর্যন্ত গ্রহণ করে স্বাস্থ্য অধিদফতর।

সকাল ৮টা থেকে একাধিক মেশিনের সাহায্যে ভর্তি পরীক্ষার ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনেশন) শীট পরীক্ষা-নিরীক্ষা (স্ক্যানিং)শুরু হয়।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো.আবদুর রশীদ সকাল পৌণে ১১টায় সঙ্গে আলাপকালে জানান, পরীক্ষা গ্রহণের দিন থেকে ৭২ ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশের চিন্তাভাবনা করা হচ্ছে।

এরমধ্যে ইতোমধ্যেই ২৪ঘণ্টা অতিবাহিত হয়েছে। আগামী ৪৮ঘণ্টার আগেই যে কোন সময় ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, ঢাকার বাইরের বিভিন্ন মেডিকেল কলেজের কেন্দ্র থেকে পুলিশি পাহারায় ভোর ৫টা পর্যন্ত ট্রাংকে করে ওএমআর শীট নিয়ে আসা হয়। পরীক্ষার কেন্দ্র ও রোল নাম্বার অনুসারে ওএমআর শীটগুলো গুছিয়ে সকাল ৮টা থেকে ওএমআর মেশিনে স্ক্র্যানিং শুরু হয় বলে তিনি জানান।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft