|
আগামী ১ এপ্রিল ঢাকায় শুরু হবে আইপিইউ’র পাঁচ দিনব্যাপী সম্মেলনশীর্ষরিপো্র্ট ডটকম । ১৫ জানুয়ারি ২০১৭ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)এর ১৩৬তম আন্তর্জাতিক সম্মেলন আগামী ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনব্যাপী ঢাকায় অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এই সম্মেলন প্রধমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ এপ্রিল আইপিইউ'র এই সম্মেলন উদ্বোধন করবেন। আজ তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। এই সম্মেলনে আইপিইউভুক্ত ১৭১টি দেশ অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দেশগুলোর স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ সদস্যসহ প্রায় ১৩ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়। এ ছাড়া জাতিসংঘ, আইপিইউএর সহযোগী সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণও এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |