|
আগামীকাল বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরুশীর্ষরিপো্র্ট ডটকম । ১৯ জানুয়ারি ২০১৭ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুক্রবার থেকে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে চলতি বছরের বিশ্ব ইজতেমা শেষ হবে। প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও বিশ্বের প্রায় শতাধিক দেশের লাখো-লাখো ধর্মপ্রাণ মুসল্লি আখেরি মোনাজাতে শরীক হবেন। শুক্রবার দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম দিন হওয়ায় ইজতেমা ময়দানে পবিত্র জুমা'র নামাজ অনুষ্টিত হবে। পবিত্র জুমা'র নামাজে দেশী-বিদেশী মুসল্লিসহ ধর্মপ্রাণ মানুষ অংশ গ্রহণ করবেন। আগামী রোববার বেলা ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে যে কোন সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২০১৭ সালের ৫২তম বিশ্ব ইজতেমা শেষ হবে। বিশ্ব ইজতেমার মুরুব্বি মাওলানা গিয়াস উদ্দিন বাসসকে জানান, আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের আ'ম বয়ানের মধ্যদিয়ে দ্বিতীয় পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। বুধবার ও আজ বৃহস্পতিবার থেকে দ্বিতীয় পর্বে অংশ নেয়া ১৬টি জেলার মুসলি¬রা টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে এসে অবস্থান নিচ্ছেন। তার মধ্যে অনেক মুসল্লি ময়দানের ভেতরে নিজ-নিজ খিত্তায় গিয়ে অবস্থান গ্রহণ করেছেন। টঙ্গী ইজতেমা মাঠে সুবিশাল চটের তৈরী প্যান্ডেলের নিচে দেশী-বিদেশী ধর্মপ্রাণ মুসলিল্লদের আগমন বেড়েই চলেছে। এদিকে, প্রথম পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় ১৭টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। দ্বিতীয় পর্বে রাজধানী ঢাকাসহ দেশের ১৬টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন। প্রথম ও দ্বিতীয় পর্বে ৬৪টি জেলার মধ্যে এবছর বিশ্ব ইজতেমায় মোট ৩৩টি জেলার মুসলিল্লরা অংশগ্রহণ করেন। বাকি জেলার মুসল্লি¬রা আগামী বছর ৫৩তম বিশ্ব ইজতেমায় শরীক হবে বলে আজ বাসসকে জানিয়েছেন টঙ্গী বিশ্ব ইজতেমার আয়োজন কমিটি। দ্বিতীয় পর্বে রাজধানী ঢাকা সহ যে সব জেলার মুসল্লি¬রা অংশ নিবেন, তারা হলেন- চাঁদপুর, নোয়াখলী, পাবনা, নওগাঁ, কিশোরগঞ্জ, কক্রবাজার, বাগেরহাঁট, কুষ্টিয়া, বরগুনা, বরিশাল, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ি, মেহেরপুর, লালমনিরহাট ও দিনাজপুর। টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুদকার জানান, প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বেও পাঁচস্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। র্যাব,পুলিশ,ডিবিসহ আইনশৃংখলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য ইজতেমা মাঠে ও আশেপাশে দায়িত্ব পালন করবেন। প্রথম পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা গত ১৩ জানুয়ারি শুক্রবার শুরু হয়ে ১৫ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এরপর ১৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি একটানা ৪দিন বিরতি থাকে। বিশ্ব তাবলিগ জামাতের আমীর দিল্লীর মাওলানা মুহাম্মদ সা'দ প্রথম পর্বের আখেরি মোনাজাতে সারাবিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য,সমৃদ্বি, কল্যাণ, ইহকাল, পরকাল, মুক্তি,হেদায়েত, রহমত, মাগফেরাত, নাজাত, দেশ ও জাতির কল্যাণ এবং মানবতার শান্তি কামনা করেন। |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |