আগষ্টের মধ্যে জলাবদ্ধতা থেকে মুক্তি- মেয়র সাঈদ খোকন


শীর্ষরিপো্র্ট ডটকম । ২৪ এপ্রিল  ২০১৭

আগষ্টের মধ্যে জলাবদ্ধতা থেকে মুক্তি- মেয়র সাঈদ খোকন

আগষ্টের মধ্যে জলাবদ্ধতা থেকে মুক্তি- মেয়র সাঈদ খোকন



ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ডিএসসিসির উন্নয়ন কাজের ফলে গত বছরের চেয়ে এ বছর জলাদ্ধতা অনেক কম। পুরো কাজ বাস্তবায়ন হলে এ চিত্র থাকবে না। আগামী আগস্টের মধ্যে জলাবদ্ধতা একেবারেই থাকবে না।

সোমবার দুপুরে বৃষ্টিপরবর্তী রাজধানীর শান্তিনগর এলাকা পরিদর্শন শেষে মেয়র এ কথা বলেন।

তিনি বলেন, শান্তিনগরে চলতি বর্ষা মৌসুমে ৮৫ ভাগ জলাবদ্ধতা কমেছে। চলতি বছরের জুন ও জুলাইয়ের মধ্যে শান্তিনগরের ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ হবে। এরপর আর কোনো দুর্ভোগ থাকবে না।

উল্লেখ্য, এ এলাকাসহ ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা দূরীকরনের বিষয়টি অগ্রাধিকার দিয়ে মেয়র সাঈদ খোকন এটি নিরসনে উন্নয়ন প্রকল্প গ্রহন করে বাস্তবায়ন শুরু করেন। এ কাজ এখনও চলমান রয়েছে।

এসময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান প্রকৌশলী ফরাজী সাহাবুদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর মেয়র সাঈদ খোকন  সোমবার ৪৭ নং ওয়ার্ডে গেন্ডারিয়া এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি' শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত হন। তিনি দায়িত্ব গ্রহনের পর এ এলাকার জন্য যেসব উন্নয়ন পদ্ক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন করেছেন তার বর্ননা তুলে ধরে এলাকাবাসীকে সন্ধ্যার পরে কর্পোরেশন নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহবান জানান। এর ফলে নগরী পরিচ্ছন্ন থাকবে এবং এলাকার সুন্দর পরিবেশ বজায় থাকবে।তিনি বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য এলাকাবাসীর প্রতি আবারো আহবান জানান।

অনুষ্ঠানে অন্যাণন্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন মহিলা ওয়ার্ড কাউন্সিলর হেলেনা আকতার,  কাউন্সিলর হাজী মুহাম্মদ মাসুদ, প্রধান প্রকৌশলী ফরাজি সাহাব উদ্দির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালেহ উদ্দিন প্রমুখ।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে তরুণ প্রজন্মের সুষ্ঠু বিকাশে ঢাকা ইউনিভাসিটি ডিবেটিং সোসাইইটি (ডিইউডিএস) আগামী ২৫-২৯ এপ্রিল ২০১৭ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে “ঢাকা উৎসব ২০১৭” আয়োজন করতে যাচ্ছে। প্রতিদিন সকাল ৯:৩০ টা হতে বিকাল ৪:০০টা পর্যন্ত বিতর্ক, বারোয়ারী বিতর্ক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যন্ত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, ফটোগ্রাফি প্রতিযোগিতা, প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল ২০১৭ সকাল ১১:০০টায় বর্নাঢ্য র্যাতলী অনুষ্ঠিত হবে। র্যা লীতে উপস্থিত থাকবেন মাননীয় মেয়র সাঈদ খোকন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আআমস আরেফিন সিদ্দিক।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft