আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে লাভ নেই: খাদ্যমন্ত্রী


শীর্ষরিপো্র্ট ডটকম।  ২১  জুন ২০১৬

আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে লাভ নেই: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী



অহেতুক আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে লাভ নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় তিনি এ মন্তব্য করেন।

কামরুল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অহেতুক সমালোচনা করলে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। উন্নত দেশগুলোতে যেভাবে জঙ্গি দমন করা হয়-আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেইভাবেই এগোচ্ছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, এই পদ্ধতিতেই জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব। আসুন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমথর্ন করি, সহযোগিতায় এগিয়ে আসি। অহেতুক তাদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক কথাবার্তা না বলি। অতীতে তারা যেভাবে সর্বহারা নির্মূল করে ভূয়সী প্রশংসা অর্জন করেছে, এদের দ্বারাই বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূল সম্ভব হবে।

আগামী ২৩ জুন (বৃহস্পতিবার) আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে এই যৌথসভার আয়োজন করা হয়। ওইদিন বেলা আড়াইটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে যৌথসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft