আইএস বলা হলেও সন্দেহ করা হচ্ছে এরা জেএমবি: আইজিপি


শীর্ষরিপো্র্ট ডটকম। ২৬  জুলাই ২০১৬

আইএস বলা হলেও সন্দেহ করা হচ্ছে এরা জেএমবি: আইজিপি

আইএস বলা হলেও সন্দেহ করা হচ্ছে এরা জেএমবি: আইজিপি



আইএস বলা হলেও এরা কেউ আসলে আইএস নয়। সন্দেহ করা হচ্ছে এরা জেএমবি। গুলশানের মতো বড় কোনো ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল এদের বলে জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক।

রাজধানীর কল্যাণপুরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানে যে ৯ জঙ্গি নিহত হয়েছেন তাদের গুলশানের মতো বড় ধরনের কোনো ঘটনা ঘটানোর পরিকল্পনা ছিল কল্যাণপুরে অভিযান শেষে অভিযানের বিষয়ে ব্রিফিংয়ে এ কথা জানান আইজিপি।

ভোর ৫টা ৫১ মিনিট থেকে ৬টা ৫১ মিনিট পর্যন্ত এক ঘণ্টার অভিযান চলে। অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন স্টর্ম ২৬।'

তিনি বলেন, এই জঙ্গি আস্তানায় গুলশানে নিহত জঙ্গিদের মতো কালো পোশাক ছিল বলেও জানান তিনি।

আইজিপি বলেন, সোমবার রাত ১১টায় স্থানীয়দের সহায়তায় সেখানে অভিযান চালাচ্ছিল পুলিশ। রাত ১১ টার দিকে ৫ নং বাসা থেকে গুলির আওয়াজ পাওয়া যায়। এরপর বাসাটি ঘিরে ফেলা হয়। রাতে অভিযান চালাতে নিষেধ করা হয়। ভোরে অভিযান শুরু হলে ৯ জঙ্গি নিহত হয়।
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft