'অর্থ চুরির দায় এড়াতে পারেন না অর্থমন্ত্রী'ঃ সুরঞ্জিত সেনগুপ্ত


শীর্ষরিপো্র্ট ডটকম।  ১৮  মার্চ  ২০১৬

'অর্থ চুরির দায় এড়াতে পারেন না অর্থমন্ত্রী'ঃ সুরঞ্জিত সেনগুপ্ত

সুরঞ্জিত সেনগুপ্ত



বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনার অর্থমন্ত্রী দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন আ'লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। এছাড়া বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে আরো সমন্বয়ের তাগিদ দেন তিনি। আজ বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তিনি বলেন, এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেছেন এবং নতুন একজন গভর্নর নিয়োগ দেয়া হয়েছে।

সুরঞ্জিত বলেন, ব্যর্থতার দায়ে ওএসডি করা হয়েছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলমকে। অব্যাহতি দেয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের আরো দুই ডেপুটি গভর্নরকেও। এছাড়া বাংলাদেশ ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তাকে নজরদারিতে রাখা হয়েছে।

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft