![]() |
অভিযানের পঞ্চম দিনেও ৭ চালককে দণ্ড, জরিমানাশীর্ষরিপো্র্ট ডটকম । ৯ মার্চ ২০১৭ ![]() অভিযানের পঞ্চম দিনেও ৭ চালককে দণ্ড, জরিমানা ![]() বৃহস্পতিবার সকাল থেকে ধানমন্ডির সাতমসজিদ রোড, কমলাপুর ও রাজউক ভবনের পশ্চিম পাশে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ৭৬টি মামলা হয়েছে। ডিএসসিসির নেতৃত্বে বিআরটিএ, ডিএমপি ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরদার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা নাসরিন ও বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার। রাজউক ভবনের পশ্চিম পাশে অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা নাসরিন। তিনি ৩০ হাজার ৬০০ টাকা জরিমানা এবং ২০টি মামলা করেন। কমলাপুর এলাকায় বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজিত হাওলাদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে তিনি ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা, ৪৩টি মামলা, ৪টি বাস ডাম্পিং করেন ও ৫ জন চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এছাড়া সাতমসজিদ রোড এলাকায় অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরদার। এসময় তিনি ৩৭ হাজার ৫০০ টাকা জরিমানা, ২ জন চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১৩টি মামলা করেন। ![]() এদিকে গত ৫ মার্চ থেকে শুরু হওয়া এ অভিযানে বৃহস্পতিবার পর্যন্ত সর্বমোট ৩৪ জন চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ৩৪৪টি মামলা, ২৭টি বাস ও লেগুনা ডাম্পিং এবং ৬ লাখ ৪৯ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে| সব সময় যাতায়াত করেন আতিক সাহেব ক্ষোবের সঙ্গে বলেন ২০ বছরের পুরোনো বাস রঙ করে আবারো রাস্তায় নামানো হচ্ছে মিডওয়ে, বাহন, ৬ নম্বর সালছাবিল, বলাকা মালঞ্চ । এরা কোন সরকারের নিয়মনীতি মানে না,সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুন ভাড়া আদায় করে । |
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft |