অধিনায়কের দায়িত্ব নিলেন তামিম


শীর্ষরিপো্র্ট ডটকম। ২০ এপ্রিল  ২০১৬

অধিনায়কের দায়িত্ব নিলেন তামিম

অধিনায়কের দায়িত্ব নিলেন তামিম



জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে অধিনায়ক ঘোষণা করেছে প্রিমিয়ার লিগের ক্লাব আবাহনী লিমিটেড। বুধবার দলটির জার্সি উন্মোচন অনুষ্ঠানে তামিমকে অধিনায়ক করার আনুষ্ঠানিক ঘোষণা দেন আবাহনীর ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান ও বিসিবি পরিচালক জালাল ইউনুস।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান এম এ আউয়াল বুলু ও আবাহনী ক্লাবের এ মৌসুমের কোচ খালেদ মাহমুদ সুজনসহ ক্লাবটির অন্যান্য কর্মকর্তারা।

তামিম ইকবাল ছাড়াও আবাহনীর ক্রিকেটার তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, জুবায়ের হোসেন লিখন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হাসান শান্তসহ দলের অন্যান্য ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।

আগামী শুক্রবার লিগের উদ্বোধনী দিনেই মাঠে নামবে তামিমের দল। ফতুল্লায় তাদের প্রতিপক্ষ মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র।

 

 
উপদেষ্ঠা সম্পাদক: রিন্টু আনোয়ার ,সম্পাদক: আবুল মনসুর আহমেদ, ঠিকানা : ৩৪, বিজয় নগর, ৪র্থ তলা, ঢাকা।, মোবাইল: +৮৮০ ১৭৫৩-৪১৭৬৭৬, ইমেইল : sheershareport@gmail.com. Developed by: R-itSoft