রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা পালনের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

শীর্ষরিপো্র্ট ডটকম ।  ২৪  নভেম্বর  ২০১৬

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা পালনের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ভূমিকা পালনের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

মিয়ানমারে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

এসময় যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, নরওয়ে, ডেনমার্ক, ভারত ও চীনের রাষ্ট্রদূত, বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিকদের প্রতি রোহিঙ্গা ইস্যু উত্তরণে সরকারগুলোকে সহযোগীতামূলক ও সংবেদনশীল আচরণ করার অনুরোধ জানান।

রাখাইন রাজ্যের জনগণের নিরাপত্তাজনিত উদ্বেগ, সামাজিক সমন্বয় সাধন ও অর্থনৈতিক উন্নয়নে মিয়ানমার সরকারকে বাংলাদেশ সম্ভাব্য সকলভাবে সহযোগিতা করতে আগ্রহী বলেও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, মিয়ানমারের উদ্ভুত পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে। বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেয়া মানুষেরা সহিংসতা ও প্রতিহিংসার ভয় ছাড়াই তাদের মাতৃভূমিতে ফিরতে পারবে।

বর্তমান সঙ্কটময় পরিস্থিতি ও দীর্ঘ মেয়াদী চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সহযোগিতা কামনা করেন মাহমুদ আলী। আলোচনাকালে ক্ষতিগ্রস্ত মানুষেরা চাইলে তাদের স্বেচ্ছায় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করে কূটনীতিকরা।

 

Related posts