গুলশান সঙ্কট: হত্যা করা হয়েছে ২০ জিম্মিকে

শীর্ষরিপো্র্ট ডটকম। ২  জুলাই  ২০১৬

গুলশানের ক্যাফেতে কমান্ডো অভিযানে ছয় বন্দুকধারী মারা পড়লেও তার আগে তারা ২০ জিম্মিকে হত্যা করে বলে সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

গুলশান সঙ্কট: হত্যা করা হয়েছে ২০ জিম্মিকে

গুলশান সঙ্কট: হত্যা করা হয়েছে ২০ জিম্মিকে

শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী বলেন, অভিযান শেষে ওই ক্যাফের ভেতরে ২০টি মৃতদেহ পাওয়া গেছে।

এই ২০ জনের পরিচয়ে নিশ্চিত করা হয়নি। তবে এর প্রায় সবাই বিদেশি বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

 

Related posts